গাজীপুরে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ইয়াবাসহ মানিক আহামেদ বেপারী (৩৪) নামে কথিত সাংবাদিককে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১৭ মে) রাত সাড়ে এগারটার দিকে টঙ্গী পশ্চিম থানা এলাকার খাঁ পাড়া আশামনি পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মানিক শরিয়তপুরের নাড়িয়া উপজেলার ক্রোফি এলাকার মৃত মহর বেপারীর ছেলে। সে টঙ্গীর জহির মার্কেট সংলগ্ন ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থাকতো। এজাহার সুত্রে জানা যায়, খাঁ পাড়া আশামনি পার্কের সামনে মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এসময় মোটরসাইকেলে বসে থাকা মানিককে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নিজেকে সিএনএন বাংলা টিভির নগর প্রতিবেদক ( ক্রাইম) বলে দাবী করে। পরে পুলিশ তল্লাশি করতে চাইলে সে নিজের পকেট থেকে এয়ার টাইট প্যাকেটে ভরা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। এবিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সদুত্তর দিতে না পেরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা সিএনএন বাংলা টিভির আইডি কার্ড ও ব্যাবহারিত মোটরসাইকেলটি জব্দ করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। তারা এই ঘৃণ্য ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন রকম চতুরতা অবলম্বন করে মাত্র।